গত ২৪ ঘণ্টায় ফেনীতে ৪৪১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা চলতি বছরে ২৪ ঘণ্টায় সারাদেশের মধ্যে সর্বোচ্চ।জেলার উত্তরাঞ্চলের মুহুরী ও সিলোনিয়া নদীর পাঁচটি স্থানে বাঁধ ভাঙার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৮ জুলাই) রাত ১১টা পর্যন্ত পাওয়া শেষ খবর, শহরের এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করেছে। তবে যেসব নিচু এলাকাগুলো রয়েছে সে সব এলাকার ঘরগুলো থেকে পানি কমলেও এখনও থাকার উপযোগী হয়নি। চরম ভোগান্তিতে দিন ও রাত পার করছেন তারা।
এদিকে সীমান্তবর্তী তিন নদী মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর পানিও বাড়ছে। মঙ্গলবার বিকেল ৪টা থেকে মুহুরী নদীর পানি বিপদসীমার ১২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।প্লাবিত হয়েছে ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত ১০টি গ্রাম।এরমধ্যে ফুলগাজীতে রয়েছে দেড়পাড়া, শ্রীপুর, মুন্সিরহাট, বরইয়া ও নিলক্ষী। আর পরশুরাম উপজেলার উত্তর ধনীকুন্ডা, মধ্যম ধনীকুন্ডা, রামপুর, দুর্গাপুর ও রতনপুর প্লাবিত হয়েছে। এছাড়া পরশুরামের বল্লামুখায় ভারত অংশে বাঁধ ভেঙে বাংলাদেশ অংশে পানি ঢুকছে বলে জানা গেছে।