অন্তর্বর্তী সরকারকে বলব দ্রুত নির্বাচন দিন: ড. আব্দুল মঈন খান

বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সংস্কার এমন বিষয় নয় একবার করে দিলে শেষ হয়ে যাবে। ন্যায় বিচার এমন নয় যে একটি করে দিলে আর করা লাগবে না। এগুলো চলমান প্রক্রিয়া। সুতরাং অন্তর্বর্তী সরকারকে বলব দ্রুত নির্বাচন দিন।

আজ শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টায় রাজশাহী মহানগরের ভুবনমোহন পার্কে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ণ কর্মসূচি উপলক্ষ্যে ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপিতে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই। ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো কোনো আচরণ বিএনপির কোনো নেতাকর্মী করতে পারবে না।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *