এক মণ গাঁজাসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতা

এক মণ গাঁজাসহ এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের র‍্যাব। তার নাম জাফর আহমেদ। তিনি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি।

রোববার চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৩৯ কেজি গাঁজা ও নগদ অর্থসহ তাকে আটক করা হয়েছে। এ সময় তার আরো তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অপর ব্যক্তিরা হলেন- চট্টগ্রামের সাগর সর্দার, রুবেল সর্দার ও শাহাদাত হোসেন রিপন। তাদের বিরুদ্ধে চট্টগ্রামের চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

র‍্যাব-৭, সিপিসি-১-এর স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান বলেন- স্বেচ্ছাসেবক দলের নেতা জাফর ও তার সহযোগীরা চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক কারবার চালিয়ে আসছিল। এ তথ্য পেয়ে অভিযানে নামে র‌্যাব। এক পর্যায়ে র‍্যাব-৭-এর হাটহাজারী, ফেনী ও চান্দগাঁও ক্যাম্পের যৌথ অভিযানে ধরা পড়ে অপরাধীরা।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *