পুরানো ঢাকায় ব্যবসায়ী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি গুপ্ত সংগঠন কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যবহারের মাধ্যমে ছাত্রদলের বিপক্ষে ‘মব’ সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। বিবিসি বাংলার প্রতিবেদনে নাছিরের এ মন্তব্য প্রকাশ করেছে।
সোমবার (১৪ জুলাই) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল শুরুর কিছুক্ষণ আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাছির উদ্দিন এ কথা বলেন।
এসময় নাছির বলেন, গত মাসে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠকের পর বাংলাদেশের রাজনীতিতে যখন সুবাতাস বইছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন আস্থাশীল জায়গায় রয়েছে ঠিক তখনই গোপন সংগঠনের সন্ত্রাসীরা, বিশেষ করে জামায়াতের কিছু কিছু নেতাকর্মীরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ঈর্ষান্বিত হয়ে তারা বিভিন্ন প্রোপাগান্ডা করছে।
সাম্প্রতিক কিছু হত্যাকাণ্ডের ঘটনার কথা উল্লেখ করে ছাত্রদল সেক্রেটারি বলেন, সাম্প্রতিক ওইসব হত্যাকাণ্ডের দায় দায়িত্ব যেহেতু বিভিন্ন সংগঠনের শীর্ষ অভিভাবককে নিতে হয় নি। কিন্তু মিডফোর্ট এলাকার হত্যাকাণ্ডরে দায় দায়িত্ব আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের ওনাকে টেনে নেওয়া হয়েছে।