এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরীর মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন গনমঞ্চ নিউজের সম্পাদক কাওসার আহম্মেদ

প্রবীণ শিল্পপতি, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে পরিচিত করা বিশিষ্ট ব্যবসায়ী সাঈদ হোসেন চৌধুরী আজ মঙ্গলবার (১৫ জুলাই) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এতে গনমঞ্চ নিউজ পোর্টালের সম্পাদক জনাব কাওসার আহম্মেদ, এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরীর বিদেহী আত্নার মাগফেরাত ও তার শোকসন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এক ফেসবুক স্ট্যাটাসে জনাব কাওসার আহম্মেদ বলেন, ” HRC Group এর কর্ণধার ও যায়যায়দিন পত্রিকার সম্পাদকমণ্ডলী সভাপতি জনাব সাঈদ হোসেন চৌধুরী আজ ১৫-৭-২০২৫ ইং সকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কেরানীগঞ্জের বন্ধুদের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি”।

মৃত্যুকালে সাঈদ হোসেন চৌধুরী স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, সহকর্মী, ব্যবসায়ী সমাজ, কূটনৈতিক মহল এবং রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *