প্রাথমিক বাছাইয়ে ‘ফেল’ এনসিপি, ৪৩ হাজার পাতার ডকুমেন্টসে সন্তুষ্ট নয় ইসি

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে ৪৩ হাজার পৃষ্ঠার আবেদন করেও প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি নিবন্ধনের জন্য ৪৩ হাজার ৩১৬ পাতার ডকুমেন্টস জমা দিয়েছিলো।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এসব তথ্য জানান।

আলী নেওয়াজ বলেন, প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হবে। পরবর্তী ধাপে অন্যান্য দলগুলোকেও চিঠি দেওয়া হবে। এক্ষেত্রে ১৫ দিন সময়ের মধ্যে যেসব ত্রুটি-বিচ্যুতি আছে, তা পূরণ করতে হবে।

এর আগে, নিবন্ধন শর্ত পূরণ করতে যেসব কাগজপত্র প্রয়োজন, তা ট্রাকে করে নির্বাচন ভবনে জমা দিয়েছিল এনসিপি। কিন্তু নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি দলটি। ফলে এনসিপিসহ বাকি দলগুলোকে ১৫ দিন সময় দিয়ে ঘাটতি পূরণে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *