সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা

গোপালগঞ্জে সমাবেশ শেষে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দ্বারা অবরুদ্ধ হয়ে পড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা অবশেষে আইনশৃঙ্খলা বাহিনী কড়া প্রহরা ও সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে জেলা ছেড়েছেন।

বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে ১৫–১৬টি গাড়ির বহর বের হয়ে যায়। এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন জানান, বিকেল ৫টার পর তারা গোপালগঞ্জ ত্যাগ করেন। বহরে ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ দলের শীর্ষ নেতারা। বিকেল পৌনে ছয়টার দিকে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ ফেসবুকে লিখেছেন, ‌‌‌‘আমাদের ভাইয়েরা নিরাপদ আছেন।’তিনি আরও লেখেন, ‘সারা দেশের বিক্ষুব্ধ জনতাকে ব্লকেড তুলে নিয়ে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে সকল জেলা-উপজেলায় বিক্ষোভ প্রদর্শন জারি রাখার অনুরোধ জানানো হলো।’

এর আগে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *