সাংবাদিক ইলিয়াস হোসাইন এর 15 মিনিট টিমকে নিয়ে “বাংলা এডিশন” এর নতুন যাত্রা

জুলাই অভ্যূত্থানের শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি অনাড়ম্ভরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো বাংলা এডিশন।

‘বাংলা এডিশন’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আল-আমিন বলেন, “গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা এবং জনগণের অধিকার-এই তিন মূল ভিত্তির উপর দাঁড়িয়ে বাংলা এডিশন গড়ে উঠেছে।“ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র থেকে একযোগে বিশ্লেষণ ও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হবে বলেও জানান মো. আল-আমিন।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন ও কনক সারওয়ার এবং ফ্রান্স থেকে পিনাকী ভট্টাচার্য। তারা বলেন, “বাংলা এডিশন সবসময় দেশের স্বার্থে, জনগণের ভাষায় কথা বলবে। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাহসের সঙ্গে কাজ করবে এই নতুন গণমাধ্যম।”

সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ বলেন, “বাংলা এডিশনের যাত্রা হোক হলুদ সাংবাদিকতা বন্ধের সূচনা। আমরা এই সংবাদমাধ্যমের যাত্রাতে অনেক কিছু আশা করছি ।”

বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইলিয়াস হোসাইন একটি সাহসী চেতনার নাম। তার নেতৃত্বে ‘বাংলা এডিশন’ এক নতুন দিনের, নতুন বাংলাদেশের সাহসী গণমাধ্যম হিসেবে কাজ করবে।”

অনুষ্ঠানে শহীদ মীর মুগ্ধ এবং শহীদ আবু সাঈদ-এর উপর নির্মিত দুটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারকে আর্থিক সম্মাননাও প্রদান করা হয়। অনুষ্ঠানে শহীদ আশরাফুলের মা মঞ্চে উঠে কান্নায় ভেঙে পড়েন এবং অজ্ঞান হয়ে পড়েন।

শহীদ পরিবারের সদস্যরা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমাদের সন্তানদের হত্যার বিচার আজও হয়নি। বহু খুনি এখনও ক্ষমতার ভিতরে ঘাপটি মেরে আছে। এক বছর পার হলেও এখনো একটি মামলারও বিচার হয়নি, এমনকি কোনো মামলায় চার্জশিটও দেওয়া হয়নি। তারা আরও বলেন, “জুলাই আন্দোলনের ফল ভোগ করছে অনেকে, অথচ আমরা সন্তান হারানোর কষ্টে বিচারের আশায় আজও অপেক্ষায় রয়েছি। এই অবিচার আমাদের প্রতিনিয়ত হতাশ করে তুলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *