বার্সেলোনার ‘নম্বর ১০’ জার্সি পেলেন লামিন ইয়ামাল

বার্সেলোনার উদীয়মান তারকা লামিন ইয়ামাল ক্লাবটির কিংবদন্তি লিওনেল মেসির পূর্বের জার্সি নম্বর ১০ গ্রহণ করেছেন। বুধবার (১৭ জুলাই) স্পটিফাই ক্যাম্প ন্যু স্টেডিয়ামের ক্লাব শপে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

ইয়ামাল বলেন, “মেসি তার পথ তৈরি করেছেন, আমি আমারটা তৈরি করব। আমি আমার সর্বোচ্চটা দিতে চাই, কঠোর পরিশ্রম করব এবং ক্লাবের ভক্তদের খুশি করার চেষ্টা করব।”

১৮ বছর বয়সী এই উইঙ্গারকে অনেকেই আর্জেন্টাইন কিংবদন্তি মেসির সঙ্গে তুলনা করে থাকেন, যিনি একইভাবে ক্লাবের লা মাসিয়া একাডেমি থেকে উঠে এসেছিলেন। ইয়ামাল গত মৌসুমে বার্সেলোনাকে ঘরোয়া ট্রেবল জয়ে সাহায্য করেন।

গত মে মাসে তিনি ২০৩১ সাল পর্যন্ত বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করেন এবং বর্তমানে ক্লাবের অন্যতম সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড়।

“আমি চাই গত বছরের চেয়ে আরও বেশি উপভোগ করতে এবং আমার স্বপ্নগুলো পূরণ করতে,” বলেন ইয়ামাল। তিনি জানান, “আমি বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ এবং স্পেনের হয়ে বিশ্বকাপ জিততে চাই।”

২০২৩ সালে মাত্র ১৫ বছর বয়সে ৪১ নম্বর জার্সি গায়ে প্রথমবার বার্সার হয়ে খেলেন ইয়ামাল। এখন পর্যন্ত ক্লাবের হয়ে ১০০-এরও বেশি ম্যাচে খেলেছেন এবং করেছেন ২৫টি গোল।

“বার্সা আমার জীবন। আমি সাত বছর বয়স থেকে এখানে আছি। লা মাসিয়ার প্রতিটি শিশুর স্বপ্ন থাকে মূল দলে খেলার, আমি সেটাই করছি এবং আমাকে কাজ চালিয়ে যেতে হবে,” বলেন ইয়ামাল।

গত মৌসুমে ২৭ নম্বর জার্সি পরে খেলার পর, ইয়ামাল এবার ১০ নম্বর জার্সি গায়ে চাপালেন—যেটি লিওনেল মেসির ক্লাব ইতিহাসের অন্যতম সেরা পরিচয়।

এর আগে ২০২১ সালে মেসির বিদায়ের পর আনসু ফাতি ১০ নম্বর জার্সি গ্রহণ করেছিলেন। তবে একাধিক চোটের কারণে ফাতি নিজের প্রতিভা অনুযায়ী পারফর্ম করতে ব্যর্থ হন এবং চলতি জুলাইতে ধারে ফ্রেঞ্চ ক্লাব মোনাকোতে যোগ দেন।

বার্সার ইতিহাসে ডিয়েগো ম্যারাডোনা, রোনালদিনহো এবং রিভালদোর মতো কিংবদন্তিরাও এই নম্বরটি ধারণ করেছেন।

“মেসি, ম্যারাডোনা, রোনালদিনহো—তিনজনই ফুটবলের এবং ক্লাবের কিংবদন্তি। তারা যা দিয়ে গেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ এবং আমি সেই উত্তরাধিকার বহন করার চেষ্টা করব,” বলেন ইয়ামাল।

তবে নিজের জন্মদিন উদযাপন নিয়ে আলোচনায় আসেন ইয়ামাল। সম্প্রতি ১৮তম জন্মদিনের অনুষ্ঠানে বামন আকৃতির বিনোদন শিল্পীদের আমন্ত্রণ জানানোয় স্পেনের সমাজকল্যাণ মন্ত্রণালয় বিষয়টি নিয়ে তদন্তের আহ্বান জানিয়েছে।

এই প্রসঙ্গে ইয়ামাল বলেন, “শেষ পর্যন্ত আমি বার্সার হয়ে খেলার জন্য কাজ করি, কিন্তু যখন আমি ক্লাবের বাইরে থাকি, আমি আমার জীবন উপভোগ করি—এটাই সব।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *