বিএনপি নেতার গলায় মালা পরানো সেই ওসিকে গোপালগঞ্জে বদলি

নিজস্ব প্রতিবেদক:

শরীয়তপুরে বিএনপি নেতার গলায় ফুলের মালা পড়িয়ে দেওয়া নড়িয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহম্মেদকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) তাকে নড়িয়া থানা থেকে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, নড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুর রহমান রিপনের গলায় সুরুজ উদ্দিন আহমেদ মালা পরিয়ে দিচ্ছেন– এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে ব্যাপক সমালোচনা শুরু হয়। তার এমন কর্মকাণ্ডে পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও কেউ কেউ প্রশ্ন তোলেন।

পরিদর্শক সুরুজ উদ্দিন আহমদ দাবি করেছিলেন, বিএনপি নেতা রিপনের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। একটি মামলার তদন্তে সেখানে গিয়েছিলেন। উপস্থিত লোকজন মালা পরাতে না পারায় তিনি পাশে বসে সহায়তা করেছিলেন।

তবে জেলা পুলিশ প্রশাসন এই যুক্তি মেনে নেয়নি। এএসপি ড. আশিক মাহমুদ বলেন, পুলিশের সদস্য হয়ে এমন কাজ করার সুযোগ নেই। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে তাকে গোপালগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

Share this post:

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *