জানা যায়, ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয় এর নির্দেশনায় ঢাকা জেলার সকল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৬/০৭/২০২৫ খ্রিস্টাব্দ ঢাকা জেলা পুলিশ সর্বমোট ৪৪ জন চাঁদাবাজকে গ্রেফতার করেন। এদের মধ্যে সাভার থানা পুলিশ ০৭ জন, আশুলিয়া থানা পুলিশ ১০ জন, ধামরাই থানা পুলিশ ০২ জন, কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ০৫ জন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ০৩ জন, নবাবগঞ্জ থানা পুলিশ ০৭ জন, দোহার থানা পুলিশ ০৫ জন, ডিবি (উত্তর) ০২ জন এবং ডিবি (দক্ষিণ) ০৩ জন চাঁদাবাজকে গ্রেফতার করেন। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে যথাক্রমে সাভার মডেল থানায় ১ টি, আশুলিয়া থানায় ২ টি , ধামরাই থানায় ২ টি, কেরানীগঞ্জ মডেল থানায় ৩ টি, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ৪ টি, নবাবগঞ্জ থানায় ১টি, দোহার থানায় ১টি মামলা রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
২৪ ঘন্টায় ৪৪ চাঁদাবাজকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ
