
হাসিনার ১৬ বছরের শাসনে অবহেলিত মেজর জিয়ার এলাকা! নেই উন্নয়নের ছিটেফোঁটাও;
আবু শিহাবুত তালহা,শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: প্রায় দেড় যুগ ক্ষমতায় থেকেও বগুড়ার উন্নয়নে কোনো দৃশ্যমান পরিবর্তন আনতে পারেননি শেখ হাসিনা। বরং এই দীর্ঘ সময় জুড়ে জেলার অবকাঠামো, শিক্ষা, ক্রীড়া এবং কর্মসংস্থানে ছিল অবহেলা আর বঞ্চনার ছাপ। স্থানীয়রা অভিযোগ করছেন, মেজর জিয়া-জন্মভূমি হওয়ায় বগুড়ার প্রতি শেখ হাসিনার একধরনের ক্ষোভ কাজ করেছিল। চাকরির সুযোগে বৈষম্য দাবি উঠেছে, বগুড়ার…