
নাপোলির ওসিমহেন ৮৭.৫ মিলিয়ন ডলারে গ্যালাতাসারায়ে স্থায়ীভাবে যোগ দিলেন
নাপোলির স্ট্রাইকার ভিক্টর ওসিমহেন বৃহস্পতিবার তুরস্কের চ্যাম্পিয়ন ক্লাব গ্যালাতাসারায়ে স্থায়ীভাবে যোগ দিয়েছেন। চার বছরের এই চুক্তির আর্থিক মূল্য ৭৫ মিলিয়ন ইউরো (প্রায় ৮৭.৫ মিলিয়ন মার্কিন ডলার)। নাপোলির ২০২৩ সালের সিরি আ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা ওসিমহেন গত মৌসুমটি গ্যালাতাসারায়ে ধারে খেলেছিলেন, যেখানে তিনি লিগে ৩০ ম্যাচে ২৬ গোল করে ক্লাবটির ২৫তম সুপার লিগ শিরোপা…