
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, আহত ২
মালয়েশিয়ার কুয়ানটান এলাকার ইস্ট কোস্ট হাইওয়ে (এলপিটিএ) ১-এ একটি মাল্টিপারপাস যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়লে তিন বাংলাদেশি পুরুষ নিহত এবং আরও দুইজন আহত হন। দুর্ঘটনাটি ঘটে গতকাল (১ আগস্ট)। নিহতরা হলেন চালক সাব্বের হাসান (৩০), যাত্রী জাহিদ হাসান (২১) ও আবদুল্লাহ (২৪)। কুয়ানটানের ভারপ্রাপ্ত পুলিশ প্রধান আদলি মত দাউদ জানান, প্রাথমিক তদন্তে জানা…