
ঢাকার বায়ুর মান এখনও ‘মধ্যম’ অবস্থায় রয়েছে
বাংলাদেশের ঘনবসতিপূর্ণ রাজধানী ঢাকা বিশ্বের দূষিত বাতাসযুক্ত শহরের তালিকায় ১৪তম স্থানে রয়েছে। শনিবার সকাল ১০:০৯টায় শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ছিল ৮১। AQI সূচক অনুযায়ী ঢাকার বায়ুকে ‘মধ্যম’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে, যা হালকা স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত দেয়। যখন AQI স্কোর ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে, তখন বায়ুর মানকে ‘মধ্যম’ ধরা হয়। এই অবস্থায়…