
বিষাক্ত মদ্যপানে খুলনায় ৪ জনের মৃত্যু
গণমঞ্চ ডেষ্ক- গতকাল ১৮ জুলাই (শুক্রবার) খুলনা নগরীর বয়রা পুজাখোলা ইসলামিয়া কলেজ মোড়ে একটি হোটেলে বিষাক্ত বাংলা মদপানে ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, নগরীর বয়রা শেরের মোড়ের আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের গৌতম কুমার শীল (৪৭) ও শেখ তোতা (৬০)। মৃত্যুবরণকারী ৪ জনের…