
কাঠমান্ডু বিমানবন্দরে ২০১৮ সালে ভয়াবহ দুর্ঘটনার জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সকে ২.৭৪ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে নেপালের আদালত।
নেপালের কাঠমান্ডুর একটি আদালত ২০১৮ সালে ঘটে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট ২১১ এর ভয়াবহ দুর্ঘটনায় নিহত যাত্রীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিয়েছে। ঢাকার ইউএস-বাংলা এয়ারলাইন্সকে মোট ২.৭৪ মিলিয়ন ডলার (প্রায় ৩৩.৫ কোটি টাকা) ১৭টি পরিবারকে দিতে বলা হয়েছে। এর আগে আন্তর্জাতিক বিমা চুক্তির আওতায় প্রতিটি পরিবারকে ২০,০০০ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছিল। তবে আদালতের এই…