
এক বছরে ৭টি দেশের ভিসা প্রত্যাখ্যান—ভ্রমণ কনটেন্ট ক্রিয়েটর নাদিরের অভিজ্ঞতা
জনপ্রিয় বাংলাদেশি ভ্রমণ চলচ্চিত্র নির্মাতা ও কনটেন্ট ক্রিয়েটর নাদির নিবারাস, যিনি “Nadir On The Go” নামে পরিচিত, সম্প্রতি জানিয়েছেন যে গত এক বছরে তিনি যেসব ১৭টি দেশের জন্য ট্যুরিস্ট ভিসার আবেদন করেছিলেন, তার মধ্যে ৭টি দেশ তাকে ভিসা দেয়নি। তিনি তার ইউটিউব চ্যানেল “Nadir On The Go – Bangla”-তে প্রকাশিত একটি ভিডিওতে বলেছেন, বাংলাদেশি পাসপোর্টধারীদের…