
৩৬ জুলাই উদযাপন: মানিক মিয়া এভিনিউতে প্রত্যাশার জনসমুদ্র
আশরাফুল আলম, যাত্রাবাড়ী থেকে রাজধানীর মানিক মিয়া এভিনিউ আজ পরিণত হয় এক ব্যতিক্রমধর্মী রাজনৈতিক ও সাংস্কৃতিক জমায়েতে। “৩৬ জুলাই উদযাপন” উপলক্ষে সকাল থেকে হাজারো মানুষ জড়ো হন এই চত্বরে। ব্যানার, ফেস্টুন, শ্লোগান আর প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনায় মুখর ছিল সমগ্র এলাকা। আন্দোলনমুখী গান, কবিতা, আবৃত্তি ও পথনাটকে অংশ নেন বিভিন্ন সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের সদস্যরা। তরুণদের…