
টিকটকে পরিচয়, মাদারীপুরে এসে প্রেমিকাকে বিয়ে করলেন চীনা যুবক
টিকটকে পরিচয়, এরপর প্রেমের টানে বাংলাদেশের মাদারীপুর সদরে এসে প্রেমিকা সুমাইয়াকে বিয়ে করেছেন চীনা যুবক সিতিয়ান জিং (২৬)। রোববার (২৭ জুলাই) সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষের চরের কনের বাড়িতে পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। এরপর সিতিয়ান জিং শ্বশুরবাড়িতেই অবস্থান করছেন। এ দিকে এই ঘটনায় তোলপাড় পুরো এলাকা। কনে সুমাইয়া মাদারীপুর সরকারি মহিলা কলেজের অনার্স…