
শিশুরাই বেশি ভোগে স্ক্যাবিসে, কী এই রোগ?
স্ক্যাবিস খুবই ছোঁয়াচে। শিশু ও বয়স্কদের এই রোগ বেশি হতে দেখা যায়। বিশেষ করে, ২ থেকে ৫ বছরের শিশুরা বেশি ভোগে এই রোগে। গরমের সময়ে শিশুর ত্বকে ক্ষত, র্যাশ, অস্বাভাবিক রকম চুলকানি দেখলে এড়িয়ে যাবেন না বাবা-মায়েরা। শুধু যে গরম থেকে ‘হিট র্যাশ’ হতে পারে তা নয়, স্ক্যাবিসের মতো চর্মরোগের আশঙ্কাও থাকে। যদিও সঠিক সময়ে…