
ওপেন-হার্ট সার্জারি কি, কেন বা কখন
ওপেন-হার্ট সার্জারি কি? ওপেন হার্ট সার্জারি বলতে এক ধরনের অস্ত্রোপচার বোঝায়, যেখানে হৃদপিণ্ডের ভেতরের অংশ বা প্রধান রক্তনালীগুলিতে অস্ত্রোপচারের জন্য বুকের খাঁচা (বুক বা স্টার্নাম) অস্ত্রোপচারের মাধ্যমে খোলা হয়। এই অস্ত্রোপচারের সময় হৃদপিণ্ড এবং ফুসফুসের কার্যক্রম একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে সাময়িকভাবে পরিচালনা করা হতে পারে। একে “হার্ট-ফুসফুস বাইপাস মেশিন” বলা হয়। প্রকারভেদ: করোনারি আর্টারি বাইপাস…