
ভূমি নিবন্ধনে উৎস কর কমানোর দাবি সরকারের, কিন্তু হিসাবে চমক: প্রতি কাঠায় কর বেড়েছে ১৪৭%!
গত ২৪/০৬/২০২৫ তারিখে অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত গেজেট পর্যালোচনা করে জানা যায় ভূমি নিবন্ধনে পূর্বের গেজেট এর পরিবর্তে নতুন গেজেট প্রকাশ করা হয়। নতুন গেজেটে দেখা যায় প্রতি শতক ভূমি নিবন্ধনে উৎসঃ কর ৩০,০০০ টাকা বা ৩% হারে আদায় করার কথা বলা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড গত বছরের তুলনায় ভূমি নিবন্ধনের উৎস কর কমানোর দাবি…