
উত্তর চীনে ভয়াবহ বন্যায় ৬০ জনের মৃ’ত্যু
গত এক সপ্তাহের প্রবল বৃষ্টিপাত ও বন্যায় উত্তর চীনে অন্তত ৬০ জনের মৃ’ত্যু হয়েছে, যা সাম্প্রতিক সময়ে বেইজিংয়ে ঘটে যাওয়া অন্যতম প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ। নিহতদের মধ্যে ৩১ জনই রাজধানীর পাহাড়ি মিয়ুন (Miyun) জেলার একটি বৃদ্ধাশ্রমের বাসিন্দা। বেইজিংয়ের উপ-মেয়র শিয়া লিনমাও (Xia Linmao) বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, শুধুমাত্র রাজধানী শহরেই ৪৪ জনের মৃত্যু হয়েছে এবং…