
লিভারপুল ফরওয়ার্ড জোটার মৃত্যুতে রোনালদোর আবেগঘন বার্তা
বৃহস্পতিবার (৩ জুলাই) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় স্পেনের জামোরা প্রদেশের সানাব্রিয়া এলাকায় এ-৫২ মহাসড়কে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন জোটা ও তার ছোট ভাই আন্দ্রে সিলভা। ২৮ বছর বয়সী সতীর্থ জোটা আজ হঠাৎ করে পৃথিবী ছেড়ে গেলেন, যেটা মেনে নিতে পারছেন না রোনালদো। তবে ২৮ বছর বয়সী জোটার পরিচিতিটা একটু বেশি। পর্তুগাল জাতীয় দলের পাশাপাশি…