
গাজার মানবিক বিপর্যয় সংখ্যায় পরিমাপ
গাজা উপত্যকায় প্রায় সব ভবন ধ্বংস হয়ে গেছে, হাসপাতালগুলো বন্ধ হয়ে গেছে এবং খাদ্যসংকট চরমে। প্রায় ৯০% মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে — কেউ কেউ বারবার স্থানান্তরিত হতে বাধ্য হয়েছে। জাতিসংঘের জরুরি ত্রাণ সংস্থা OCHA জানায়, ৮৭.৮% গাজা এলাকা এখন ইসরায়েলি সামরিক নিষেধাজ্ঞা বা সরাসরি নির্গমনের আওতায় পড়েছে। এর মানে, গাজার মাত্র ১২% এলাকায় এখন দুই…