
‘মোর কলিজাটকে জবাই করল কেন?’, শিশু সন্তানকে হারিয়ে বাবার আর্তনাদ
বিকেলে বাবার ভ্যান নিয়ে বেরিয়েছিল পঞ্চম শ্রেণির ছাত্র ইরফান বাবু (১১)। পরিবারের চরম আর্থিক সংকট দূর করতে বের হওয়া শিশুটি আর ফিরে আসেনি মায়ের কোলে। পরদিন সকালে একটি মাঠ থেকে উদ্ধার হয় তার গলাকাটা মরদেহ। সন্তানের সঙ্গে এই নৃসংশতা দেখে আর্তনাদ করে বাবা বলেন, ‘মোর বাবাটারে জবাই করল কেন? মোর কলিজাটাকে মারার কী দরকার আছিল?’…