পেনাল্টিতে স্পেনকে হারিয়ে ইউরো ২০২৫ জিতল ইংল্যান্ড নারী দল

চলোয়ে কেলির নির্ধারক স্পট কিকেই নিশ্চিত হলো ইংল্যান্ডের জয়, পেনাল্টি শ্যুটআউটে ৩-১ গোলে স্পেনকে হারিয়ে ইউরো ২০২৫ শিরোপা ধরে রাখল তারা। ৯০ মিনিট এবং অতিরিক্ত সময় শেষে ১-১ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। রবিবার সুইজারল্যান্ডের বাসেলে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে স্পেন শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে ছিল এবং ম্যাচের ২৫তম মিনিটে ওনা বাত্লের ক্রসে মরিয়োনা কালদেন্তে…

Read More