
এক জীবনেই ২৬০০ মামলা! মামলা করেই ৯৮ কোটি টাকা আয়!
এক দুটি নয়, এক জীবনেই করেছেন ২৬০০ মামলা! শুধু তাই নয়, এতসব মামলার কারণে ‘বিশ্বের সবচেয়ে মামলাবাজ ব্যক্তি’ -এর খেতাব দিয়েছিলো যে প্রতিষ্ঠান সেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের বিরুদ্ধেও মামলা ঠুকে দিয়েছিলেন। এই মামলাতেও তিনি জয়ী হন এবং ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ আদায় করেন। এক কথায় সত্যিকারের মামলাবাজ বলতে যা বোঝায় আমেরিকান নাগরিক জোনাথন…