
মাইগ্রেন দূর করবে এই ১১টি ঘরোয়া উপায়
মাইগ্রেনের প্রধান উপসর্গ তীব্র ও বারবার মাথাব্যথা। মাইগ্রেন মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের এক বিশেষ ধরনের রোগ, যার প্রধান উপসর্গ তীব্র ও বারবার মাথাব্যথা। একবার ব্যথা শুরু হলে তা ৪–৭২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে এবং সময়-সময় ফিরে আসে। মাথাব্যথার পাশাপাশি মাইগ্রেন হলে দেখা দিতে পারে বমি ভাব, বমি, আলো ও শব্দে অতিসংবেদনশীলতা। কিছু ঘরোয়া উপায় মেনে…