
বাড়িতে ঢুকে গলা কেটে দুই নারীকে হত্যা, শিশু আহত
বগুড়া সদরের হরিগাড়ী এলাকায় দুই নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, লাইলি খাতুন (৫৫) ও তাঁর ছেলের স্ত্রী হাবিবা বেগম (২১)। এ সময় দুর্বৃত্তদের রামদা’র কোপে আহত হয়েছে লাইলির ১২ বছর বয়সের মেয়ে বন্যা আক্তার। লাইলি খাতুন সদরের হরিখালী ইসলামপুর এলাকার মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী।ছিলিমপুর মেডিকেল…