
ইসরায়েলের হামলায় পরমাণু বিজ্ঞানী সেদিঘ সাবের নিহত।
ইসরায়েলের হামলায় ইরানের রাজধানী তেহরানে আরেকজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। তার নাম সেদিঘ সাবের বলে জানা গেছে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাতে এ খবর জানিয়েছে আলজাজিরা। সংবাদমাধ্যমটি জানায়, তেহরানের শহরতলির ফেরদৌসী ও ভালি আসর এলাকার প্রধান সড়কের পাশেই বিজ্ঞানী সাবেরের ওপর হামলা হয়েছে। গত ১৩ জুন ইরানে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে…