
বার্সেলোনার ‘নম্বর ১০’ জার্সি পেলেন লামিন ইয়ামাল
বার্সেলোনার উদীয়মান তারকা লামিন ইয়ামাল ক্লাবটির কিংবদন্তি লিওনেল মেসির পূর্বের জার্সি নম্বর ১০ গ্রহণ করেছেন। বুধবার (১৭ জুলাই) স্পটিফাই ক্যাম্প ন্যু স্টেডিয়ামের ক্লাব শপে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। ইয়ামাল বলেন, “মেসি তার পথ তৈরি করেছেন, আমি আমারটা তৈরি করব। আমি আমার সর্বোচ্চটা দিতে চাই, কঠোর পরিশ্রম করব এবং ক্লাবের ভক্তদের খুশি করার…